যদি ডাকো একবার যাব
তোমার ডাকের প্রতীক্ষায় কাটবে জীবন।
তুমি এত হয়েছ নিষ্ঠুর
এত কাছে আছ এতদিন
তবু একবার ডাকলে না কাছে!

যায় তোমার বাড়িতে যায়
কত লোক, কতজন, কত উপলক্ষে শহরের গণ্যমান্য,
সুধীজন নেতা, অভিনেতা, ঠিকাদার, ছাত্র;

মানুষের কাছেই মানুষ যায়
শুধু এই হতভাগ্যে জুটল না
কখনো তোমার আমন্ত্রণ।
এর ওর কাছে জেনে নিই তোমার কুশল
শরীর কেমন, নতুন কুসুম ফুটল কি?
তোমার কি কখনো জানতে ইচ্ছে হয় না কিছুই?
আমার খুবই করে ইচ্ছে একবার দেখি
হয়েছ কেমন?