হারিয়ে যাব হারিয়ে যাব
সবুজ পাহাড় আর নীল সমুদ্রে
সূর্যোদয় আর সূর্যাস্তের কুসুম কোমল রোদে
দূর দিগন্তের দিকচিহ্নহীন পথে
যদি তুমি হাতে হাত রাখো।

হারিয়ে যাব হারিয়ে যাব
কংক্রিটহীন নিভৃত গাঁয়ের আলপথে
শস্যের শিশির মেখে আউশের ক্ষেতে
সরিষাফুলের রেণু রাঙিয়ে কবোষ্ণ নদী জলে
পানকৌড়ির ডুবসাঁতার নরম ধুলায় গড়াগড়ি
জোনাকি রাতের নলখাগড়ার ঝোপে
কোষা নৌকায় যাব ভেসে
যদি তুমি হাতে হাত রাখো।

হারিয়ে যাব হারিয়ে যাব
উদ্ভট নাগরিক কোলাহল, যন্ত্রদানবের বীভৎস চিৎকার
বিষাক্ত ধোঁয়া, সাপের কুণ্ডলীর মতো জ্যামজট, ছিনতাই, অপহরণ
বর্বর সন্ত্রাস, রুজির দাসত্ব, স্বার্থান্ধ বন্ধন সব অস্বীকার করে
গভীর নির্জন অরণ্যের বুকের ভিতরে
যদি তুমি হাতে হাত রাখো

হারিয়ে যাব হারিয়ে যাব
মেঘ শাম্পানে, নক্ষত্র গ্রামে চন্দ্রপৃষ্ঠে
নভোচারীর বেশে মধুচন্দ্রিমায় সহস্র বছর
শুধু দুজন দুজনার চোখে চোখ রেখে
যদি তুমি হাতে হাত রাখো।

হারিয়ে যাব হারিয়ে যাব
তেপান্তরের মাঠে, প্রাগৈতিহাসিক গুহায়
শতাব্দী প্রাচীন প্রতœতত্ত্বের সন্ধানে
মরুভূমি কিংবা বনভূমি, এভারেস্ট
কিংবা হিমালয়, আটলান্টিক কিংবা বাল্টিক পাড়ি দিয়ে
মহাদেশ থেকে মহাদেশে জলে, স্থলে, অরণ্যে, গ্রহান্তরে
যদি তুমি হাতে হাত রাখো।

হারিয়ে যাব হারিয়ে যাব
মুক্ত পাখির ডানায় আকাশের ওপারে আকাশে
শর্তহীন অবারিত হৃদয়ের অনাবিল অঙ্গীকারে
জন্মান্তরে মানব মানবীর তরে, প্রেম প্রেমের তরে
যদি তুমি হাতে হাত রাখো।