হারামজাদা গদি ছাড় ্
উড়ে এসে জুড়ে বসা পঙ্গপাল
তকাব্বরি, লম্ফঝম্ফ, বন্ধ র্ক।

আবোলতাবোল বকবকানি
ঘাটে, মাঠে, গরুর হাটে
কসাই-দালাল শিঙা ফুঁকে
আর কতদিন থাকবি টিকে?

আমার কেনা অস্ত্র দিয়ে
আমার বুকে চালাস্ গুলি
মধ্যরাতে পাহারাদার
আমার কাঁধে পড়লি ঝুলি!

রক্ত পিয়ে বেঘোর মাতাল
ভরদুপুরে করিস কী
মানুষ মেরে চেপে যাবি
নিজের সকল দুর্নীতি?

কৃষিনীতি, শিল্পনীতি
শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি
রাজনীতি, প্রেমপ্রীতি
সবকিছুকে বগল চেপে
বুরুশ-করা বউয়ের সাথে
দেশবিদেশে বেহায়া তুই
দাঁত কেলিয়ে হাসতে পারিস?

স্বয়ং ঈশ্বর, মানুষ খুনি, হবু কবি
ব্লাকমার্কেটার, জন্মহীন ছানার পিতা
মৃত্যু-ঘণ্টা বাজছে যে তোর
এবার তুই প্রস্তুত হ।
হারামজাদা গদি ছাড় ্
নইলে, যাবিই যাবি, যমের ঘর।