অপূর্ব অপূর্ব! আহা কী অপূর্ব গণতন্ত্র!
দ্যাখো কী চমৎকার সর্বদা হাসি হাসি
দাঁতপাটি বের করা, গিলেগলা ধবধবে
পাঞ্জাবি-পাজামা টমেটো টমেটো
বেগুন বেগুন আলু আলু কী অপূর্ব গণতন্ত্র!

গণতন্ত্র নড়ে চড়ে হাত নাড়ে হাঁটে
পথে পথে ফুটপাতে অলি গলি
বাড়ি বাড়ি ঝুলিয়ে নিপুণ হাসি
শিশু বৃদ্ধ যুবক যুবতীর কাঁধে কী
সম্মোহক রাখে হাত সহজেই
দেয়ালে দেয়ালে রঙবেরঙের
পোস্টারে ব্যানারে
মিছিলে শে¬াগানে গণতন্ত্র দ্যাখো
গোধূলিবেলার মতো ডগমগ করে!

আঙুলে কালির দাগহীন ভোটারের
লাইনে লাইনে দাঁড়ানোর
কায়ক্লেশ কষ্টহীন ঘরে বসে মনে মনে
যারে খুশি তারে দিতে ইচ্ছে হলেই
বাক্স ভরে যাওয়া আহা
স্মুথ এ্যাজ সিল্ক’ কী মধুর গণতন্ত্র!

আহা গণতন্ত্র দ্যাখো আইনের কী অনুগত
নিশ্ছিদ্র নিরাপত্তার কনভয় চারিদিকে
বোমা, গুলি, লাঠালাঠি, জোরদখলবিহীন
বসরাই গোলাপ আর মোনালিসার হাসির
মতন কী সুরভিত শান্তিপূণ গণতন্ত্র!

বাপ দাদা চৌদ্দ পুরুষ এরকম অনন্য
অসাধারণ গণতন্ত্র চোখে দেখেনি কোনোদিন
আকর্র্ণ বিস্তৃত বিজয়ের হাসি হেসে
গণতন্ত্র দ্যাখো তাবৎ কালের রেকর্ড ভাঙা
স্বল্পতম সময়ে অঙ্গীকার করে জনকল্যাণ
আর স্বদেশপ্রেমের।

আহা কী অপূর্ব, অশ্র“ত
গোলাপি গোলাপি লাল লাল
লালু লালু কালু কালু ফালুু ফালু

আহা কী অপূর্ব অনিন্দ্য শিল্পিত
কানামাছি ভোঁ ভোঁ লুকোচুরি খেলা খেলা
কুসুম কুসুম পুতুল পুতুল ফোলা ফোলা
সকল কালের সেরা সর্বাধুনিক
হাওয়া হাওয়া হাওয়াই মিঠাই গণতন্ত্র।