ভোররাতেই ভেঙে ফেলেছি
পুলিশের ব্যূহ।
ছাত্র-শ্রমিক-টোকাই মিছিলের স্রোতে
শাহবাগ থেকে ফার্মগেট
নিউমার্কেট থেকে গুলিস্তান
সমস্ত শহর পরিণত হয়েছে
উত্তাল জনসমুদ্রে আজ।
কোথাও কোথাও খণ্ডযুদ্ধ
লড়তে হয়েছে আমাদের।
পুলিশের রাইফেল, লাঠিচার্জ, টিয়ার-গ্যাসের কালোমেঘ
ভাড়া করা গুণ্ডাদের হাতে পিস্তল, হকিস্টিক, রামদা,
কিরিচ, হাতবোমাএসবের বিরূদ্ধে
খালিহাতে রাস্তার ইট-পাটকেল, ধূলি ছুঁড়ে
আমাদের লড়াই লড়তে হয় প্রতিবার;

তবু বিজয় আমাদেরই জেনো।

সারাদিন মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে ক্লান্তশ্রান্ত এখন
ক্ষুধায় জ্বলে যাচ্ছে অন্ত্র-নাড়ি।

হাঁটুতে রক্তের দাগ
পায়ের আঙুল থেঁত্লে গেছে
টলতে টলতে তবু
তোমার কাছেই ফিরে এসেছি নারী;

তুমি আমাকে কি দেবে
বিপ্লবী শুভেচ্ছা নাকি
প্রণয়ীর প্রেম?