আমি তোমার কাছে আসছি
সহস্র বছর কোটি কোটি মাইল
দূরত্ব পেরিয়ে তোমার কাছে আসছি…
তোমার জন্মের আগে, পৃথিবীর জন্মেরও
আগে আমি তোমার কাছে
পৌঁছবার জন্যে রওনা হয়েছি।

আমি জানি কুসুমাস্তীর্ণ নয় পথ;
আগুন, পাথর, শিলা, পাহাড়, পর্বত
মরুভূমি, হিংস্র অরণ্য, মহাসমুদ্র পেরিয়ে
আমাকে তোমার কাছে পৌঁছতে হবে।
মহাকালের বিশাল কারাগারে বন্দি তুমি
মহাকাশের সমান উঁচু দেয়াল তোমার চারিদিকে
তবু আমি তোমার কাছে পৌঁছতে চাই।

আমি এমন কোনো সর্বশক্তিমান নই
ফুঁ দিয়ে নিমেষে উড়িয়ে গুঁড়িয়ে দেবো
মহাপ্রাচীন বন্দিশালা, টুকরো টুকরো হয়ে
খসে যাবে প্রতিটি প্রস্তরখণ্ড আর আমি
চুম্বকের মতন মুহূর্তে আলিঙ্গনাবদ্ধ হব তোমার।

আমি নিতান্তই দুর্বল, পঞ্চেন্দ্রিয় ও হৃদয়সর্বস্ব
কামাতুর একজন মানুষ;
আগুনের হল্কার মতন তোমার রূপ, বসরা গোলাপের
মতন তোমার সৌন্দর্য, ভেনাসের মতন সুগঠিত তোমার শরীর
আর অবিরত অমৃত প্রস্রবিত তোমার স্বর্গীয় ঝর্নার
পাদদেশে আমি পৌঁছতে চাই।
আমি জানি কত দুর্লভ, দুর্দান্ত, কঠিন এই গন্তব্য
কতখানি উচ্চাশা, দুর্মুখ এই প্রত্যাশা
কতটা রক্তাক্ত, নির্মম, নিষ্ঠুর এই পথচলা।
তবু আমি যাত্রা করেছি সেই দুঃসাধ্য আরাধ্যের পানে
শুধু তুমি ছাড়া পৃথিবীর আর কোনো শক্তি নেই
স্তব্ধ করে দিতে পারে আমার এই ঐতিহাসিক অভিযান।
আমি আমার স্বপ্নের স্বর্গভুবনে পৌঁছাবই…

২৩/০৪/২০০৪ অন্ধ্রপ্রদেশ,ভারত