স^প্নময়ী, স্বপ্ন দেখাও
অন্ধকারে ঘুমের ঘোরে
অবচেতন স্বপ্ন নয়
প্রখর আলোয় চেতনাময়
সূর্যমাখা স্বপ্ন দেখাও।

ভোরের সূর্য শিউলি-ফোটা
রঙিন নৌকা পাল-তোলা
আকাশভরা তারার মেলা
শিশুর চোখে সবুজ হলুদ
প্রজাপতির ডোরা ডানা
ধানক্ষেতের সোনার আগুন
ইলিশ নদীর উছল্ ঢেউয়ের
স্বপ্ন দেখাও।

স্বপ্নময়ী, স্বপ্নরানী
মহাকালের সৃজন-ভেলায়
আমায় তুমি ভাসিয়ে নাও
জোয়ার-ভাটার সন্ধিক্ষণে
ভাসিয়ে নাও, ভাসিয়ে নাও
অথৈ জলে।

আমায় তুমি স্বপ্ন দেখাও।
স্বপ্ন দেখাও, স্বপ্ন দেখাও।

স্বপ্নময়ী, জোছনামাখা
তুমি আমায় এগিয়ে নাও
অন্ধকারের অতল গুহার
ঢাকনা খুলে চির আলোয়
উদ্ভাসিত স্বপ্নপুওে তুমি আমায়
এগিয়ে নাও, এগিয়ে নাও।

স্বপ্নময়ী, স্বর্ণময়ী, এগিয়ে নাও
জোছনাময়ী তুমি আমায় স্বপ্ন দেখাও
স্বপ্ন দেখাও।