স্বপ্ন,স্বপ্নময় এই পৃথিবীতে তুমি কেন এসেছিলে ?
কোনো এক মোহন হৃদয় কোনো এক প্রেমান্ধ বিকেলে
তোমাকে কি ছুঁয়েছিল না কি তুমিই গভীর আলিঙ্গনে বেঁধেছিলে তাকে
গভীর, গভীর আলিঙ্গনে সবটুকু উষ্ণ নিশ্বাসে বিশ্বাসে
তোমার চোখের তারা সপ্তর্ষির মতো জ্বলজ্বলে
কামনার উষ্ণ রঙ ছড়িয়েছিল রংধনু ঠোঁটে
ঠোঁটের ভেতরে লুফে নিয়েছিল তার উষ্ণ ঠোঁট
যেন গভীর নদীর ঢেউয়ের ভেতরে ঢেউ।

এরকম আর কতবার কতজন
তোমার নিবিড় উষ্ণ আলিঙ্গনে ধরা পড়েছিল ?
আর কতজন এরকম প্রতারণার অন্ধকূপে
ঝাঁপ দিয়ে তলিয়ে গিয়েছে আজীবন বেদনার সুতীব্র বিরহ জলে ?
তুমি কি কোনোদিন কোনোকালে ভালোবেসেছিলে তারে
নাকি কামনার তীব্র ক্ষণিক আগুনে
রক্তজবার মতন ক্রোধে জ্বলে উঠেছিলে বহুদিনের ক্ষুধিত পাষাণ?

সেও কি চেয়েছিল শুধু নাগকেশরীর মতো তীব্র শরীরিয়া ঘ্রাণ?
অস্থির আশঙ্কা উত্তেজনা অন্ধ সেও
ক্ষুধিত ব্যাঘ্রের মতো ঝাঁপিয়ে পড়েছিল ব্যর্থ গর্জনে?
তোমাদের অতৃপ্ত মিলন বহুদিন বহুকাল
বহুবার সফল সুখের তৃপ্ত বাসনার সুপ্ত বীজ
শুধু বুনে দিয়েছিল প্রগাঢ় রক্তের কণিকায়, আকাশের
নীল মেঘ লুকিয়ে রেখেছে সেই কামাগুন ।
কোনো এক হলুদ উৎসবে
শরীরে শরীর ঘষে তোমাদের কামাতুর নৃত্যরঙ্গ
সেই অঙ্গীকার আর একবার জ্বেলেছিল দীপ্র শিখা রক্তের গভীরে ।
আজ তুমি দেশে দেশে ভুল পর্যটনে ভুলে গেছ
উল¬সিত স্তনের ফণায় ক্ষীপ্র ব্যাঘ্রথাবা
ছলাচ্ছল যোনির ভেতরে কামড়ের দাগ
মুখের ভেতরে মুখ, ঠোঁট, জিভ সুতীব্র লেহন
কি করে ভুলে আছ তুমি কী করে সরে আছ দূরে ?
রক্তের ছলকে ছলকে জ্বলে ওঠা লেলিহান লুকানো আগুন নিয়ে ?

যখন তোমাকে ভাবি তোমারই ভাবনায় শুধু কেটে যায় বেলা
দিন রাত্রি আকাশের সব তারা জেগে থাকে
তোমারই মুখ আর স্তনের সুতীব্র বোঁটা হয়ে আমার শিয়রে।
আমি সারারাত ঘুমুতে পারি না
শিরায় শিরায় আগুনের স্রোত হয়ে বয়ে যায় তোমারই বহ্নিপ্রেম।
আষাঢ় আকাশ হয়ে অঝোর কান্নায়
ভেঙে পড়ে বেদনার্ত তুমুল হৃদয়
আর তুমি কী নিশ্চিত নীরবে ঘুম যাও
হেসে খেলে দিব্যি ঘুরে বেড়াও সুখের পানসিতে ভেসে
আমার সকল সুখ শান্তি স্বপ্ন প্রেম কেড়ে নিয়ে ছিনাল স্বভাবে ?

স্বপ্ন ও আমার স্বপ্নিতা
যদি কোনোদিন কোনোকালে আমার প্রেমের
লক্ষ হাজার গুণের শূন্য শূন্য শূন্য দশমিক শূন্যটুকুও
বুঝতে পারো তুমি, তুমি হবে পৃথিবীর সর্বকালের সর্বশ্র্রেষ্ঠ
প্রেম-পাগলিনী, সব বাধা-বন্ধন শৃঙ্খল ছিন্ন করে ছুটে আসবে
আমার কাছে, শুধু আমারই বুকে মাথা রেখে
মহামিলনের অকূল সমুদ্রে ভেসে যাবে প¬াবিত জোছনায়।

তুমি কি বুঝবে কোনোদিন সকলেই শুধু তোমার শরীর চায়
স্তন যোনি ঊরু কোমল নিতম্ব চায়
আমি শুধু আমিই তোমার কস্তুরীর সুঘ্রাণ মাখা
হৃদয় মন আর প্রেম চাই, আর আকণ্ঠ প্রেম ঘ্রাণময় শরীর চাই
সকলেই সুচতুর লোভাতুর কামুক বটে আমিই প্রেমিক

স্বপ্ন ও স্বপ্নিতা স্বপন আমার
কোথায় হারিয়ে গিয়ে ভুলে আছ
ভুল জীবন আর ভুল প্রেমে আজীবন
এসো, ফিরে এসো আবাল্য কাঙ্খিতা
মহাকাল স্রোতে নতুন জীবন ভাসাই
যে জীবন শুরুই হয়নি তুমি এলেই কেবল শুরু হবে।

১২.০৭.০৫ ঢাকা