তোমার স্পর্শের অপেক্ষায়
আজ সারাদিন হাহাকারে
বিদ্যুৎ চালিত র্বোরাক
কড়ই কাঠের কান্নাভেজা বিশাল দরজা
ঘরগাছ নীল মেঝে চীনে লক
অর্ধচন্দ্র টেবিলের কালো কাচ ঘুরন্ত চেয়ার ।

ভীষণ কান্নায় ডুকরে উঠল
স্তব্ধ কমপ্যুটরের বোবা মনিটর
কেইস, ইউ.পি.এস. কীবোর্ডের প্রত্যেকটি
বর্ণমালা শ্রাবণের মেঘের মতন
সারাদিন কেঁদে কেঁদে ডুবিয়ে ভাসিয়ে দিল
পল্টন মুদ্রণপল্লি
কালো বেড়ালের মতো মরে পড়ে থাকল মাউস।

তোমার স্পর্শের অপেক্ষায়
ইয়াহু, ইনটেক, হটমেইল
ঢাকা ডটনেট ডাক বাগিচায়
একটিও ফুটল না উষ্ণতার ফুল।

তোমার স্পর্শের প্রতীক্ষায়
মধ্যরাত্রির নিস্তব্ধতা ভেদ ক’রে
অন্যকোনো গ্রহে
সকরুণ ডেকে উঠল একটি একলা কোকিল।

২৬.০৭.০৫ রাত
নয়াপল্টন, ঢাকা