৩০ নভেম্বর হরতালে সোনালী মলি¬কের ভূমিকা স্মরণে

সোনালি আগুনে আবার ঝল্সে ওঠে বাংলাদেশ
যেন এক অলৌকিক শাদাপরি
মার্শাল আর্টের অপূর্ব মুদ্রায়
নেচে ওঠে রাজপথ কী মধুর দৃশ্যে!

শক্তি সাহস সৌন্দর্যে বীর্যবতী এ কোন্ প্রীতিলতা
রোশনারা আবার এসেছে ফিরে ধর্ষিতা বাংলায়
যার বাহুর ফুলকি থেকে ছিটকে পড়ছে বারুদ আগুন
নষ্ট পঁচা গলা জঙ্গি মাতমে উলঙ্গ রাষ্ট্রযন্ত্র
আর অস্ত্রদম্ভ রক্ষিতারা কুপোকাত মরা ইঁদুরের মতো ।

সোনালি সাহসে আবার ঝল্সে ওঠে
নিপীড়িত মানুষের হৃদয়ের নিভৃত আগুন
আবার উঠছে জ্বলে উপদ্রুত উপকূল
শৃঙ্খল মুক্তির উৎসবে আবার মাতবে এ বাংলা
স্বৈরাচার রাজাকার স্বৈরিণী জঙ্গিনী নিকাহ্ তখ্ত
ভেসে যাবে রক্ত রঙিন বন্যায়।

সোনালি শক্তিতে সুলতানের কিষান-কিষানী
আবার জেগেছে দুর্দান্ত পেশির উল¬াসে
এই জাগুয়ার জাগরণ রুখতে পারেনি
পৃথিবীর কোনো শক্তি কোনোদিন
সোনালি সাহসে শক্তিতে সবীর্যে
জ্বলে ওঠো, জ্বলে ওঠো আবার রক্তাক্ত বাংলাদেশ।