রেজওয়ানা চেীধুরী বন্যাকে

আমার দিনের শুরু রাতের শেষ তুমি
শুচি শুভ্র ভোর আলোময় দিন।

প্রতিটি লোহিত কণিকায় সুরেলা শিহরন
অচিন গহিন হৃদয়ে তোলো মত্ত ঝড়
অনুভবে, অনুরণনে প্রেমময় প্রতিটি
নতুন দিনের সূচনা করো – হে উজ্জয়িনী।

বিশাল পাহাড়ি কালো অন্ধকার চেপে বসে বুকে
হাহাকারে কেঁদে ওঠে মধ্যরাতে
ঢেলে দাও সুললিত কণ্ঠসুধা
রিক্ত নিঃস্ব এ হৃদয়পাত্রে
তুমি ছাড়া জগৎ সংসার, চরাচরে কিছুই থাকে না।

গভীর সংকটে, ধ্বংসের প্রান্তসীমায়
মন্দ্রিত তোমার সুরামৃতে আশ্চর্য তুমুল
প্রাণশক্তিতে আবার জগিয়ে তোলো – হে সঞ্জীবনী।
খণ্ড-বিখণ্ড, ছিন্নভিন্ন রক্তাক্ত আত্মা
বেঁচে থাকার নতুন মন্ত্রে পুনরুজ্জীবিত
করো – হে সুরমোহিনী।

তোমার তুলনা শুধুই তুমি