লাল সালু ঘেরা এ অবৈধ আদালত
আসামির কাঠগড়ায় দণ্ডায়মান অভিযুক্ত আমি
আমার বিরুদ্ধে স্মরণাতীতকালের ভয়াবহ রাজদ্রোহিতার অভিযোগ।
কেন আমি এই ভিন্ন শাসনের সুকঠিন অর্গল গুঁড়িয়ে
সর্বপ্রথম সহস্র মানুষের মিছিলে নেতৃত্ব দিয়েছি?
বিচারাসনে উপবিষ্ট বিশেষ পোশাকি বিচারক
জ্বলজ্বলে হিংস্রতায় ভরা মুখে
তোমার এ সত্য অভিভাষণ যথার্থ
আমিই সে নায়ক তোমার সব বিধিনিষেধ হুমকি
উপেক্ষা করেছি।

পরিণতি সচেতন সময়ের সিংহ আমি
খাঁচার দুয়ার ভেঙেছি এখন আর ভয় করি না মৃত্যুকে।
তোমার যে-কোনো দণ্ড পারবে না নোয়াতে আমার মাথা
আমি চিরপ্রতিবাদী বিদ্রোহের ঝড়।
তোমাদের এই মানবতাবিরোধী গোপন আদালত
পরোয়া করি না এতটুকু আমি।
আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশী প্রভুকে
তালুক দিয়ে কণ্ঠ রোধ করেছিস নেমকহারাম!

আমাকে বিচারে অভিযুক্ত করবার কোন এক্তিয়ার
তোদের দেয়নি জাগ্রত জনতা,
বরং রাজাসন থেকে তোদের হিঁছড়ে টেনে কঠিন কংক্রিটে
কা চের ঝাড়ের মতো আছড়ে ফেলতে আমাকে অকুণ্ঠ সমর্থন
জানিয়েছে।
শোন্ মধ্যরাতের মাতাল প্রভুরা
তোদের মৃত্যুর দিনক্ষণ স্থির; নিকারাগুয়া অথবা
জাম্বিয়ার মতন নিপীড়িত মানুষেরা পৃথিবীর দেশে দেশে
তৈরি করছে তোদের অন্তিম কবর।
গণআদালতে তোদের অন্যায় অবিচার ব্যাভিচার
জুলুমের ন্যায্য বিচার হবেই, তোদের ঊর্ধ্বশির।
নতজানু হবে মহাকালের কাঠগড়ায়
ইতিহাস আমায় মুক্তি দেবে
আমাদের ইতিহাস মুক্তির।