ও রানী আমার
এ কোন্ সাম্রাজ্য তুমি জয় করে নিলে
বিনা যুদ্ধে বিনা রক্তপাতে শুধু একটুকরো সুমিষ্ট হাসি হেসে
কাব্যময় চোখের তারায় দূর নক্ষত্রের আলো জ্বেলে।

এ কেমন বার্তা তুমি পাঠালে গোপন ডাকবাক্সে
রাতারাতি মৈত্রীচুক্তি নীরবে নিভৃতে
পৃথিবীর জানল না কেউ, বাতাসে বাতাসে
শুধু বেজে ওঠে সুমধুর সানায়ের সুর।

তোমার আসার পথে পথে
ঝরে পড়ছে অজস্র নক্ষত্রের ফুল
কংক্রিটের পরিবর্তে বসরাই গোলাপের
সুদৃশ্য কার্পেটে পরিণত হয়ে যাচ্ছে রাস্তাগুলো
সমস্ত শহরময় বাদ্যদল আনন্দধ্বনিতে
মুখরিত করে তুলছে চৌদিক।

হে হৃদয়তমা সদর্পী সম্রাজ্ঞী
বিজয়ের সবুজ পতাকা উড়িয়ে আকাশে
দিকবিদিক প্রকম্পিত করে তুমি আসছ
তোমার পায়ের রিনিকি ঝিনিকি নূপুর নিক্বণে কাঁপে রণভূমি।

তোমাকে বরণ করব এমন সুসজ্জিত রংমহল কই
এমন মধুর পানপাত্র কই তুমি রাখবে কবোষ্ণ ঠোঁট
এমন শোভন সিংহাসন কোথায় তোমাকে দেব যোগ্যাসন
এমন কোমল শয্যা কোথায় তোমাকে দেব ফুলেল বাসর?

তবু তুমিই আমার চিররানী হৃদয়ের।