ওই সবুজ আমাকে ডাকে
তোমার মতন সুমিষ্ট ফসল নিয়ে
তোমার মতন অবারিত ছায়া মেলে

তোমার মতন নরম শরীর স্পর্শ ঘ্রাণময়
হলুদ হাওয়ার শিহরনে কাঁপে

লিকলিকে উষ্ণ ঠোঁটে তোমার মতন স্নিগ্ধ হাসি
তোমার মতন মায়াবিনী চোখের চাহনি
তোমার মতন সুঘ্রাণ চুলের
অথচ তোমার মতো অনুদার নয়
তোমার মতন নির্জীব পাথর নয়

বরং ভালোবাসার রঙিন আঁচল উড়িয়ে
জানায় সাদর সম্ভাষণ
সুসজ্জিত বাগানের সুকোমলে
আহা! তুমি কবে যে প্রকৃতি অনুপম গ্রাম হবে
আমি একটি সোনার পাখির ডানায় উড়ে যাব
অকৃপণ ভালোবাসার বাগানে।