সবকিছু ভুলে যাবে
মুছে ফেলবে সবকিছু
এ কেমন স্মৃতিভ্রষ্ট জাতি?

আজো সবগুলো নদী রক্তস্রোতে ভাসে
আজো সবগুলো বধ্যভূমি প্রতিদিন গোঙায়
আজো ছেলেহারা মায়ের আর্তনাদে
ডুকরে ডুকরে কাঁপে ব্যথিত বাতাস
আজো নিরন্ন মানুষের হাহাকার চারিদিকে।

তবু সবকিছু ভুলে যাবে
মুছে ফেলবে সবকিছু?
রক্তে ভেজা শহীদের শার্ট
জাতির পতাকা হয়ে উড়বে ঘাতকের গাড়িতে?

নৃশংস খুনি পতিত স্বৈরশাসকের প্রতি
ভিক্ষুকের কাঙাল হাত বাড়িয়ে দেবে
গণতন্ত্রের সুদূর যাত্রী?

সবকিছু ভুলে যাবে মুছে যাবে
শুধু শোকার্ত মা’র বুকের
রক্তস্রোত থামবে না কোনোদিন
আর মুছবে না
এই দেহমনের নিষ্ঠুর স্বৈরাঘাত।