কেউই আমার প্রেমিক প্রেমিকা নয়
সবাই আমার কৌতূহল: একজন মানববিজ্ঞানী
আমি; মনের হদিশ খুুঁজি মানুষের।

কারো নীল, কারো লাল, কারো বা সবুজ
কেউ কেউ গাঢ় কালো মন নিয়ে
বসে থাকে হাঁটে, পোশাকে আবৃত হয়,
সকলেই ঢেকে রাখে আপনার রূপ।

আমি তাই মানুষের অন্তরীক্ষে অন্তরঙ্গ
অনুধ্যানে প্রকৃত প্রতীক আবিষ্কারে
নিশিদিন যাই মানুষের খুব কাছে,
অতিশয় প্রেমে তার সবকিছু জেনে নিতে,
সব আবরণ উন্মোচন ক’রে তার
ভেতরের প্রকৃত মানুষ নাকি
কুকুরকে চিনে নিই।