সেইতো শ্রেষ্ঠ দিন জীবনের শ্রেষ্ঠ সময় ছিল
পাশাপাশি বাম হৃৎপিণ্ডের কাছে বসেছিলে তুমি
চোখে কথা ছিল হাজার যুগের মুখে তো বলোনি কিছু

ক্লান্ত প্রহর কেটেছে নীরব চোখে চোখে গেছে বেলা
বলিনি কিছুই বলিনি আমরা হৃদয় বলেছে কথা
সেই কথাগুলি মালা গেঁথে আজ কবিতা করেছি আমি

হয়তো তুমিও বলতে চেয়েছ মুখের ফোটেনি ভাষা
কত কথা বুঝি গুমরে মরেছে হৃদয় হ্রদের জলে

বোঝো নাই তুমি কতখানি প্রেম ভালোবাসা ছিল বুকে
বলোনি তো তাই কথাগুলো সব লুকিয়ে রেখেছ মনে
বলোনি বলেই আমার জীবনে এতটা রাত্রি নামে

আঁধারে ঢেকেছে সকল আমার বেদনায় ডুবে থাকি
সব ভাষা নিয়ে একাকী নীরবে তাইতো কবিতা লিখি
আসে ভোর, ফিরে আসে রাত তবু সেদিন ফেরে না আর