প্রেমের নিকটে আমি বুক পেতে রাখি আজীবন
অদৃশ্য বাহুর মাঝে জড়িয়ে কোমল তনু
পড়ে থাকি যেন শান্ত এক অবুঝ বালক
মানুষের কাছে আমি চির-উদ্যত বিদ্রোহ।

প্রেমের নিকটে জানি আমি সুশোভন কবি
মানুষের চোখে আমি সর্বনাশ, বিনাশী আগুন
ফুলের নিকটে আমি এক হলুদ পাখি
মানুষের বোধে আমি সহিংস শ্বাপদ কোনো।

প্রকৃতির কাছে আমি শ্যামল সবুজ তরু
মানুষের কাছে আমি বিরুদ্ধ প্রকৃতি, শনি
আমার নিকটে আমি সুন্দরের আকণ্ঠ প্রেমিক
মানুষের কাছে শুধু এক ভয়ার্ত বিপদ।

মাটি, জল, হাওয়া, রৌদ্র,
নীলিমার সাথে সারাজীবনের লীলা
মানুষের সাথে শুধু হল না মিলন।

১৩.১.৭৮
পাকসি, পাবনা