লৌহস্তুপে বসে থাকি সারাদিন
কাস্ট্রিং, ঢালাই, এইচ.এম.এস, শ্যাপ্ট
কত কিছু নাম মানুষের মতো লোহারও
লোহারও হাত পা মুখমণ্ডল চক্ষু নাক
দাঁত নখ ত্বক এমনকি কোমল হৃদয় আছে
লোহাও কথা বলে টুং টাং মিষ্টি মধুর কর্কশ
কাঁদে হাসে গান গায় গলা ছেড়ে।

মোটা, গোল, লম্বা, চ্যাপ্টা, চিকন, পাতলা
মানুষের মতোই কত রকম যে লোহা
লৌহ ভাষা বোঝে না কেউ, জানে না কেউ
মাত্র কিছুদিন লোহার জগতে লৌহ কারবারি আমি
সকলের অগোচরে শিখে নিয়েছি লোহার ভাষা
লৌহ বর্ণমালা ল এ ঐ হ আ ।

মানুষের কল্যাণে লোহার ভূমিকা আদি আজ
সভ্যতার সকল অগ্রযাত্রায় লোহা
রেলপথ, জলপথ, আকাশে আকাশে, সৌরযানে
ঘরবাড়ি, আসবাব, স্থাপত্য, প্রযুক্তি, নির্মাণশৈলীতে
বুলেট-বোমায়, যুদ্ধ, ধ্বংস, সৃষ্টি, শান্তি ও অশান্তি
প্রেম ও আবেগে, চুম্বনে, মৈথুনে লৌহ আছে মিশে
স্বর্ণ নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, পৃথিবীর
সবচেয়ে দামি ধাতু লোহা।

লোহা শুধুই লোহা প্রাণহীন
তোমার মতন নিষ্ঠুর নীরব মৌন কঠিন ধাতব নয়
শুধু লৌহমানবই বোঝে লোহার হৃদয়।

০৩.০১.০৬ দুপুর, শিমরাইল, কাঁচপুর