এই হাত আজ রাইফেল হয়েছে
উদ্ধত মুঠোয় শত্র“র দিকে

একদিন তোমাকে জড়িয়ে ধরেছিলাম ঔরসে
তুমি দূরে ঠেলে দিয়ে বলেছিলে
‘ছিহ্ একী অসভ্যপনা!’
দাস ক্যাপিটাল হাতে আজ
এই হাত মৌরসে নতুন সভ্যতার কারিগর

রাইফেল দূরে সরে যায় না কখনো
যদি তাকে ভালোবেসে কাছে আনা যায়
আদরে আদরে বুকে রাখা যায়
চুমু দেয়া যায় উষ্ণ ঠোঁটে
রাইফেল কখনো জানেনি ছলনা
রাইফেল কখনো বিট্রে করে না

রাইফেল একমাত্র রাইফেলই আজ
প্রকৃত সুখ এবং শান্তির প্রেরণা