কমরেড শহীদ সিরাজ শিকদার’কে

লোকালয়ে কৃষাণীর বিষণœ চোখের হাওয়া,
রাতজাগা পাখিদের গান শুনতে শুনতে,
একদিন আমি ঝড়ের দোলায় চলে যাব
প্রকম্পিত যুদ্ধ-ময়দানে,
আমাকে ফেরাবে তুমি কোন্ বিশ্বাসের ছলনায়?
যুদ্ধ, প্রিয়তম যুদ্ধ ছাড়া প্রিয় কিছু নেই।

আহা! আমার অরণ্য, বসতি, ফসল
আমি তোমার নিকটে যাব, যোজন যোজন
পুঁতে রাখা কলার পোয়ার মতো দুঃখ, শোক, জরা, মৃত্যু
আমি শিকড়সমেত উপড়ে ফেলব দেখো।

আমি এই হাতে তুলে নেব শাণিত বল্লম
কাস্তে শাবল, ঠেকাবে সাধ্য কার?

নেপথলিনের মতন শিলার বর্ষণে ভাঙে
আমার উর্বর মৃত্তিকায় বেড়ে-ওঠা কোমল পাটের মাথা
ভাঙে আমার স্বর্ণের ভবিষ্যৎ
জানি লুণ্ঠিত ফসল ফিরে পাবো না গোলায়
ফিরে পাব না আমার হারানো স্বজন আমি কোনোদিন
প্রিয়তমা, ফিরে এসে বলবে না ভালোবাসি।

তবু আমি গড়ে নিতে চাই আবার সোনালি দিন,
ফিরে পেতে চাই কেড়ে-নেয়া জমি, পোড়া-মাটি-ঘরবাড়ি।

রণাঙ্গন থেকে ডাক দিয়ে যায় কমরেড
মার চোখে জল… … জল মুছে দেব।

২৫.১১.৭৭
খলিসাকুড়া, সিরাজগঞ্জ