আপনি বেগম রওশন আরা
বাংলাদেশের প্রথম মহিলা বর্তমান।

প্রতিদিন আপনাকে মিনি পর্দায় কোনো-না-কোনো
সভাসমিতিতে স্বাগত ভাষণ দিতে হয়
মাঝেমধ্যে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ঘুরে আসেন
আপনি।

আপনার স্বামী বর্তমানে বাংলাদেশের
সবচেয়ে বলবান ব্যক্তি
একজন নারীর জীবনে এর মতো আনন্দ ও গর্বের কি
আর হতে পারে?
আপনি খু-উ-ব সুখি, পরিতৃপ্ত, ধন্য আপনার এ জীবন।

কিন্তু আমার জিজ্ঞাসা, আপনার মত কত নারী
বৈধব্য বরণ করল, কত মা বুকের মানিক হারাল
আপনার বর্তমান সৌভাগ্যের জন্যে? আপনি কি
এতটুকু সহানুভূতি জানিয়েছেন তাদের উদ্দেশে?

আপনার নারীর মন কি একবারও কাঁদল না একবারও
বিচলিত হল না; শোকের সাগরে যখন ভাসল দেশ?
আপনি নারী, আপনি কোমলমতি,
এত রক্তপাত, এত খুন, নির্যাতন দেখে দেখে
একবারও কি আপনি আঁতকে উঠেননি?
একবারও কি সেই খুনির হাত ধিক্কারে সরিয়ে দিলেন না
আপনার নরম স্তন থেকে? একবারও কি ঘৃণায়
ফিরিয়ে নিতে পারলেন না ওই রক্তপিপাসুর
চুম্বন থেকে আপনার উষ্ণ ঠোঁট?