আমি গ্রেনেডের মতো গর্জে উঠব হুংকারে
অহংকারে ফেটে পড়বে রাজপথ
একটি শর্তে শুধু
যদি তুমি আসো
অ্যান্টি-এয়ারক্রাফটের মতো আকাশে তুলব হাত, লক্ষ্যভেদী
কামানের গোলার মতন জ্বলে উঠবে আমার এ চোখ লক্ষচোখে
যদি তুমি আসো

আপাদমস্তক আগ্রাসী বেনিয়া রাজধানীর পেটের মধ্যে
ঢুকে যাব ভ্রƒক্ষেপ ভণিতাহীন তীব্র আর্তনাদে
চকচকে ক্ষমাহীন তীক্ষè বর্শাফলকের মতো
ঢলে পড়বে পাপে ঠাসা ক্ষয়রোগী ক্ষীণ পুঁজিবাদ

যদি তুমি আসো
যদি মিছিলে স্লোগান তোলো
আমি দীপ্ত গর্বে বুলেটের মুখে পেতে দেব বুক

বাঁধার প্রাচীর ভেঙে
যদি তুমি আসো
বীরকন্যা প্রীতিলতা তানিয়ার মতো
যদি তুমি আসো
সাম্যমন্ত্রে শ্রমিকের সাথে সাথী
তাহলেই কেবল পেতে পারে সকল আমার চুমু