যখন আমি ফেরশতা ছিলাম
শুভ্রবসন জ্যোতির্ময়
ধ্যানমগ্ন আমাকে পাবার আরাধনা
ছিল তোমার দিবস রাত্রি।

যখন আমি ফেরেশতা ছিলাম
কলুষমুক্ত অগ্নিসৃষ্টি
আমার আলোর ঝলকানিতে
ঝল্সে যেত তোমার আদল।

যখন আমি ফেরেশতা ছিলাম
হাজার পথের বাধা চিরে
আসতে তুমি নীলর্বোরাক।

যখন আমি ফেরেশতা ছিলাম
আমার ছোঁয়ার একটু আশা
ব্যাকুল-আকুল করত তোমায়।

যখন আমি ফেরেশতা ছিলাম
অঝোর ধারা।
প’ড়ত গ’লে তোমার হৃদয়।

এখন আমি ফেরেশতা নই
গন্ধম-আদম ধূলিমাখা
তুমি হলে না বিবি হাওয়া!