মোহাম্মদ আলি এল-বাংলাদেশ দ্যাখো কেঁপে ওঠে
একজন প্রকৃত শক্তির স্বপ্নমগ্ন বাংলাদেশ আজ।
অথচ এখানে বিরাজমান শক্তির দাসেরা তা বোঝে না,
ওরা বুঝল না বাংলাদেশ একজন প্রকৃত শক্তির স্বপ্ন দেখে।

মোহাম্মদ আলি এল
রঙিন পোস্টার পতাকা সবুজ মানুষের ঢল দেখল সে
শাসন শোষণ ত্রাসনে দুর্ভিক্ষপীড়িত প্রকৃত বাংলার কঙ্কালসার
রূপ সে দেখল না।

মোহাম্মদ আলি এল সোনার চাবিটি তার হাতে দেয়া হল
নগর খুলতে পারবে সে যখন-তখন।
অথচ আলি তো জানতেই পারল না
কত মানুষের রক্ত অশ্র“ ঘাম লেগে আছে ওই চাবিটিতে।

মোহাম্মদ আলি জানল না
দেশের সংবাদপত্র শিক্ষালয় জেলখানা
রাজনৈতিক দলের অফিস দেশের প্রতি ঘরে ঘরে
ঝুলিয়ে অদৃশ্য তালা সেই চাবি তার হাতে দেয়া হল
আমেরিকা পৌঁছে দিতে।
১৮.২.৭৮
ঢাকা কলেজ, ঢাকা।