কর্নেল আবু তাহের’কে

ধ্বংসকে ছুঁয়েছি জীবনের মহাসত্য জেনে।
মৃত্যুকে প্রেমের মুখোমুখি করে দাঁড়িয়েছি
আজ আমি এক অনির্বাণ নক্ষত্র-পুরুষ।

তোমার সমস্ত ঘৃণা আমাকে উজ্জ্বল করে
লক্ষ কোটি তারকার মতো সুদীপ্ত দহনে
ঘৃণা কি কখনো অগ্নি হতে পারেনি জ্বলন্ত?

আমার ভালোবাসার বারুদ-স্ফুলিঙ্গ জ্বেলে
একবুক রক্ত সমস্ত নিঃশেষ ভালোবাসা দিয়ে
তবু গোলাপ ফোটাতে চাই।

আসলে যুদ্ধের বড় হাতিয়ার বুকের সাহস
চলো আজ হানা দেব মৃত্যু-ঘরে
জীবনের একটি সত্য হোক আজ : মৃত্যু সত্য
মৃত্যু ছাড়া জীবন কি হয় উজ্জ্বলতর?

মৃত্যু হোক আজ পেয়ালার রঙিন মদিরা
মানুষেরা হোক সেই নেশায় দারুণ মত্ত
লাগুক মৃত্যুর মাতামাতি আজকে আবার
চারদিকে লালে লাল হোক জ্বলুক আগুন।

জিহ্বা যেখানে আড়ষ্ট কবাট ভাঙব চলো
শৃঙ্খল কারার দ্বার বুকের শাবল হানো।

ফাঁসির রজ্জু গলে তুলে নিই ইথিকার বাহু ভেবে
মৃত্যু আমাকে ছোঁবে না প্রিয়ার চুম্বন ঠোঁটে
আমি মৃত্যুঞ্জয়ী প্রতিদিন প্রতিবার।

৯.২.৭৮
এনায়েতগঞ্জ, ঢাকা।