ঘাতকিনী তুই
তুই মায়াবিনী।
তুই বলেছিলি
যে সাজে সাজাব আমি
সে সাজেই সাজবি তুই।

মাসিক স্রাবের মতোই
তোর বাক্যবাঁধ গ’লে গেল;
সাবানের ফেনার মতন তোর ভালোবাসা
মাছের গতরে পিছলে পিছলে
ভেসে গেলি অথৈ জলে।

কামনার বহ্নি জ্বেলে কামুকিনী পুড়ে দিলি আমাকেই,
আজ তোর পত্রাবলি; মিথ্যার-দলিল-কাগজের-¯তূপ
কত ছলা, কূটনীতি, ভান, অভিনয়ের উজ্জ্বলতা ধরে রাখে।

প্রতারিণী, ভেবেছিলি, পুরোনো প্রেমের চিতা
ছাইভস্ম করবে আমাকে; বিজয়িনী হবি তুই
কিন্তু ইতিহাস অন্যভাবে বদলায়।

আজ তুই, বন্দিনী-পাতক; প্রতিদিন
পারিপার্শ্ব ঘৃণার চাবুকে রক্তাক্ত ক’রছে তোকে
জিয়ন্ত-মৃত্যুর মতন আগুনে পুড়েছিস জ্বলন্ত চিতায়

আর আমি কবিতার হাত ধ’রে
পৌঁছে গেছি এক সবুজ পাহাড়ে।