তুমি যে কী তুমিই জানো আর জানে না কেউ
পাহাড় চিনি নদী চিনি গুনতে পারি ঢেউ,
রইলে চির অবুঝ শুধু রহস্যিনী তুমি,
আকাশ যেমন সুদূর মেঘে দিগন্তকে চুমি।

বুঝতে তোমায় পারিনি হায় এত কাছে পেয়ে
পেলাম না কূল তোমার স্রোতে জীবনতরী বেয়ে,
এত চেনা সশরীরে প্রতিটি তিল কণা
তবু তুমি অচেনা কেউ দূরের কোনো জনা।

মনকে জানা যায় যে দেহে দেহকে মন নিয়ে
মনকে আড়াল করলে দেহে, দেহ না মন দিয়ে,
হাতছানিতে ডাকলে কাছে টেনে নিছ বুকে
বুকের ভেতর শূন্য ফানুস বুঝিনি তা সুখে।

এখন আমার হৃদয়ক্ষতে স্মৃতির মাছি ওড়ে
কিন্তু তোমার হৃদয়বাগান ফুলে ফুলে ভরে,
কারো শখের খেলা-ছলে কারো জীবন পণ্ড
তোমার স্বরূপ চিনতে যেয়ে হলাম লণ্ডভণ্ড।