তুমি আমাকে যুদ্ধের কথা না শোনালে
আমি কী করে সেই প্রচণ্ড দিনের সাথি হব?
তুমি আমাকে প্রেমের মন্ত্র না শেখালে
আমি কি করে সেই হীরক অগ্নিতে উদ্ভাসিত হব?

একমাত্র তুমিই পারবে আমাকে যোদ্ধার বেশে
সুসজ্জিত করে রণাঙ্গনে পাঠাতে সহাস্যে,
আমি তোমাকে বীরের শৌর্য উপহার দেব।

আমি ভালোবাসি তোমাকে, গভীরভাবে ভালোবাসি
আমার দেশকে, অথচ কেউই পরিণামে
আমার হওনি, আমার ভেতরে ফিলিস্তিনিদের মতো
অসীম বেদনা শত্র“মুক্ত নিজ বাসভূমি
আর তোমার প্রেমের নীড় গড়বার।

তুমি তাই আমাকে সুদক্ষ যোদ্ধা আর
সংগ্রামী প্রেমিক বানাও তোমার অকৃপণ প্রেমে,
যুদ্ধ এবং ভালোবাসা ছাড়া আর হবে না কিছুই আমাদের
ভালোবাসার জন্যে যুদ্ধ যুদ্ধের জন্য ভালোবাসা দাও।