নারী কাকে বলে আমি জানি,
প্রেম কাকে বলে আমি জানি,
ফুলের সৌরভ পেয়েছি অনেক অনেক আমি।
কেউ ধরে রাখতে পারেনি আমাকে কখনো
শুধু জনতার ভালোবাসা টেনে এনেছে আমাকে রাজপথে।

দুর্ভিক্ষে মহামারীতে জনতা যখনি এসেছে পথে
মিছিলে স্লোগানে প্রকম্পিত করেছে বিরুদ্ধ বাতাস
যুদ্ধমৃত্যু হানাহানি রক্তপাত যতবার দেখেছে স্বদেশ
ততবার আমি দীপ্ত জনতার পাশে এসে দাঁড়িয়েছি।

ভালোবাসা কাকে বলে আমি জানি
জনতার মাঝে আমার সকল ভালোবাসা মিশে আছে।

আলপথে, জলপথে, হাওয়া ও মাটিতে জড়িয়ে রেখেছি প্রেম
আমার প্রেমের জয় হবে এ-তোমাকে জানালাম দৃঢ়ভাবে,
ভালোবাসা কাকে বলে আমি শিখেছি তোমার কাছে।

১৮.৩.৭৮
বাহিরগোলা, সিরাজগঞ্জ