আমার অস্তিত্বে আমূল প্রোথিত তোমার শেকড়,
তুমি প্রতিদিন বেড়ে ওঠো ডালে ডালে পাতায় পাতায়
সবুজে সবুজে মঞ্জুরিত হ’য়ে ওঠো।

এত দ্রুত তুমি নিজেকে বিস্তার ক’রছ আমার মধ্যে
আমি টের পাইনি, আমার সকল চেতনাচেতন ভেদ ক’রে
প্রতিক্ষণ এক মানবিক বৃক্ষ তুমি, মাথা তুলছ ক্রমশ
আমার দিগন্তে। পৃথিবীতে আর কোন বৃক্ষেরই এরকম
বৃদ্ধি নেই।

মৃত্তিকার মত উর্বর হৃদয় আমার
নিষ্ঠুর বজ্রপাতে কতবার জ্বলে গেছে,
তবু বুকে ধারণ ক’রেছি তোমার সুফলা বীজ,
সজীব বাড়ন্ত প্রতি ইঞ্চি মাটি এখন তোমার দখলে
সম্রাজ্ঞী বৃক্ষ।

প্রতিদিন আমার গভীরে ঢুকে যাচ্ছ তুমি
রক্তজলে, সূক্ষ্ম শিরায়-গ্রন্থিতে অতিদ্রুত
নিজেকে স্থাপন করে নিচ্ছ তুমি, উদ্ভিদ স্বভাবে।

পাতায়, পাতায়, ডালে, ডালে পল্লবিত পুষ্পিত তোমার
এক বিন্দু প্রেম।