বুলি কেউ বলে না
চোখের মণি
বুলিকে কেউ ডাকে না
সোনামণি।

বুলিকে কেউ করে না
আদর যতœ
বুলিকে কেউ ভাবে না
দেশরতœ।

বুলির জন্যে কেউ কেনে না
পুতুল কিংবা গাড়ি
বুলির জন্যে কেউ আনে না
পোশাক বাহারি।

বুলি কখনো যায় না
স্কুলে কিংবা পার্কে
মা ছাড়া পৃথিবীতে
বুলির আছে আর কে?

বুলি তাই খেটে যায়
মোড়লের বাড়িতে
মার খায়, গালি খায়
চাল ঢালে হাঁড়িতে।

বুলির জন্যে কত বুলি
আওড়ায় কত জনে
বুলি তবু থাকে বুলি
কাঁদে শুধু গোপনে।

এসো আজ সকলে
একসাথে ‘হ্যাঁ’ বলি
বুলিদের আদলে
পৃথিবীটা গড়ে তুলি।