আমার এক পা জেলে আর এক পা মিছিলে
কতদিন বন্দি থাকতে হবে জানি না
মৃত্যু হতে পারে যে-কোনো সময়
তবু থেমে থাকে না এই পথ চলা…

আমার নাওয়া, খাওয়া, ঘুম, আরাম, বিশ্রাম
প্রতিটি মুহূর্ত ভয়ংকর আতঙ্কে কাঁপা
রক্তের ডাকে জেগে ওঠে আবার বিপন্ন স্বদেশ
আমি কীভাবে তোমার কাছে যাব?
যখন তুমিই আমার একমাত্র গন্তব্য
আহা! কতদিন তোমাকে দেখি না , তোমাকে দেখার
কী ভীষণ ইচ্ছে তোলপাড় করে বুকের ভিতর
যেন জ্বলে আগুনের লেলিহান শিখা দাউ দাউ!

তোমার অপরূপ চন্দ্রমুখ, আমাকে বাঁচার সুখ দেয়
আমাকে জাগায় রক্তে বীর্যে
আমাকে দেখায় নতুন স্বপ্ন
আর কতদিন লাগবে তোমার কাছে পৌঁছাতে
তুমি কত সহস্র মাইল দূরে আছ আমার?

কবে আবার দেখা হবে দুজনার, কতদিন পরে
তোমার চোখের অতল সাগরে হারিয়ে যাব অনন্ত প্রেমে
আর কতদিন, আর কতদিন, আর কতদূরে
তোমার গোলাপ বাগান- হে বিপন্ন স্বদেশ?