এইভাবে প্রতিটি সকাল প্রতি ভোর
ব্যর্থ হয়ে যায় প্রতিটি প্রারম্ভ প্রত্যেকটি শুরু
ঝরে যায় শিশিরের মতো নীরব কান্নায়।

প্রতিটি মানুষেরই দিন শুরু হয় উজ্জ্বল আলোয়
রোদের সতেজ আলিঙ্গনে ফুরফুরে চাঙা মনে
শুধু আমারই আকাশ নিবিড় অন্ধকারে
ঢেকে থাকে প্রতিটি সকাল প্রতিটি ভোর আসে
স্বপ্নভঙ্গ দুঃসংবাদ দুঃসহ বেদনার নীল পারিজাত হাতে।

প্রতিটি বিফল দিন দুঃখ দৈন্যে ব্যর্থতায়
পরাজয়ে হাহাকারে হতাশায়
ডুবে যেতে যেতে
প্রতিটি আঁধার রাত বিনিদ্র বিনাশে
কষ্টে কাতরতায় কান্নায় শোকে দীর্ঘ দীর্ঘতর হতে হতে-
আসে ভোর আসে নতুন দিনের হাতছানি
নতুন আশার আলো ফোটে প্রত্যেক জীবনে
শুধু আমারই জীবন দ্যাখে না ভোরের আলোর মুখ
শুধু আমারই জীবনে ফোটে না নতুন আশার ফুল।

আমার আকাশ আলাদা আকাশ
আমার পৃথিবী আলাদা পৃথিবী
অন্যগ্রহ আঁধার আকাশ আঁধার পৃথিবী
অন্ধকার অন্ধকার শুধু কালো কালো
ছোপ ছোপ ভয়ানক ভয়াবহ অন্ধকারে ডুবে যায়।

২০.০৭.০৫ ঢাকা