কসাইয়ের দোকানের মতন
সবুজ গাছের মগডালে পুলিশের রক্তমাংস হয়ে
ঝুলে আছে বাংলাদেশ।

আদালত, এজলাস, থরে থরে সাজানো গম্ভীর
আইনি কেতাব আইনজ্ঞ কালোকোট
রক্তস্রোতে সুনামীর মতো
ভেসে যায় বাংলাদেশ।

প্রাগৈতিহাসিক জঙ্গি পঙ্গপালের
জংলী মাতমে পৃথিবীর আলোকিত নাট্যমঞ্চে
কী বিভীষিকাময় উলঙ্গ বেশ্যার মতন
নৃত্যরত বাংলাদেশ।

ক্ষমতা কামুক নটনটিনীর হিংস্র ধারালো সুতীক্ষè
দাঁত নখ কামড়ে ছিঁড়ে খুবলে খুবলে
কী ভয়ানক উন্মত্ততায় টুকরো টুকরো করছে
বাংলাদেশের হৃৎপিণ্ড!

দাঁড়িটুপি, হেজাবনেকাব
আত্মঘাতী বারুদ ¯িপ্রন্টারে
ছিন্ন ভিন্ন সম্প্রদায় সম্প্রীতির
শ্যামলিম বাংলাদেশ!

এত মৃত্যু, এত অপচয় জীবনের
এত দম্ভ, এত খুনের উল¬াস
তবু নীরব নিথর, এত নিবীর্য কেন বাংলাদেশ?

বাংলাদেশ! আহা বাংলাদেশ
আর একবার, শেষবার বিসুভিয়াসের মতো
জ্বলে ওঠো, জ্বলে ওঠো, জ্বলে ওঠো-
ওঠো না কেন?