আজ থেকে বছর পাঁচেক আগে
যদি দেখা হত, নির্দ্ধিধায় বলা যেত,
তখনো মনের ভীরু সে কলি ফোটেনি।

বহুদিন একাকী নীরব আঁধারে কেটেছে দিন
নক্ষত্রের আলাপনে, শিশিরের গানে,
বুনোপাতার মর্মরে, রাতজাগা পাখির কূজনে
একটি পায়ের আওয়াজের প্রতীক্ষায়, প্রতীক্ষায়
কত গ্রীষ্ম-ঘামে, কত ভেঙেছি হৃদয়,
কতটা হৃদয়ের ভিক্ষাবৃত্তি করেছি যে
ঘর ছেড়ে পথে-পথে, দ্বারে-দ্বারে
বাউলের বেশে,
এতদিন তুমি কোথায় ছিলে
আজ এই অবেলায় এলে
আঘাতে আঘাতে মৃতপ্রায়
সেই মানুষের পাশে?
বছর পাঁচেক আগে যদি দেখা হত
পাখির মতন সন্ধ্যায় ফেরা হত নীড়ে
এ জীবন হতো না ছন্নছাড়া।