একদিন অপরূপ জোছনার ভেতর
যেতে যেতে দেখি
জোছনাভুক এক প্রাগৈতিহাসিক পাখি
ছিঁড়েখুঁড়ে খাচ্ছে জোছনাময় স্নিগ্ধরাত।

ক্ষুরের চে’ ধারালো নখরে তার
মাংসাশী চাঁদের বুক চিরে
তীক্ষè ঠোঁটে ঠোকরাচ্ছে রুপোলি কলিজা।

রক্তে ভেসে গেছে হলুদ শরীর
অথচ নিষ্ঠুর সেই পাখি মেতে ওঠে
রক্তের উৎসবে।

জোছনাভুক সেই পাখি
হঠাৎ টের পেয়ে মানুষের উপস্থিতি
প্রাণভয়ে উড়ে গেল দূরে।