বিশুদ্ধ মানব নই, নই স্বর্গীয় দেবতা কোনো
মানুষের যতগুলি রিপু আছে একটুও ঊর্ধ্বে নই তার
শুধু আমার রয়েছে দৃষ্টির পার্থক্য মৌলিক

যাই না শুধুই মানুষের তৈরি কোনো বেশ্যালয়ে
ভালোবেসে নারীপ্রেমে অন্ধ হই, ভুলে যাই সব

ক্রোধের আগুন জ্বেলে রাখি শিরার শোণিতে
শোষকের রক্তপাতে হই কঠিন নিষ্ঠুর

আমি এক লিপ্সু কেড়ে নিতে চাই এ রাষ্ট্রক্ষমতা
শ্রমিক কৃষক সর্বহারার সবগুলি অধিকার দিই এনে

রক্তে আমার আদিম নেশা মানুষ জীবনমৃত্যু ঘেঁষা
বিনত হই প্রেমের কাছে, ঘ্রাণে আনি স্পর্শকাতরতা

বিশুদ্ধ মানব নই, নই কোনো স্বর্গীয় দেবতা আমি
ক্রোধে কামে মোহে আদিম মানুষ
হয়তোবা পৃথিবীর আমি এক নতুন প্রমিথিয়ুস