রক্তে কেনা এই বাংলাদেশে, যেখানেই আন্দোলন
সেখানেই পুলিশ! শিক্ষানীতি বদলাবে সচেতন
ছাত্রসমাজ পুলিশ লাঠি, গুলি, টিয়ার গ্যাসের
শেলসহ সময়ে হাজির ছাত্রসমাবেশে।

শ্রমিকেরা মজুরি বৃদ্ধির স্ট্রাইক করবে
যথারীতি পুলিশের বাঁধা দেওয়া চাই,
ব্যাংক কর্মচারীরা কর্তৃপক্ষের কাছে
ছাঁটাইয়ের পুনর্বহাল দাবি করবে,
পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করবে তাদের।

ডাক্তারগণ মানবিক কারণে একত্র হলেও
পুলিশ মেরে ভেঙে দেবে হাত,
শিক্ষকেরা জীবনের প্রশ্নে যদি কখনো নীরব
মুখ খুললেন, অমনি পুলিশ পিটিয়ে বানাবে তক্তা।

মৌলবীরা ধর্মের মৌলিক অনুশাসন বিকৃতি বন্ধের
দাবি রেখে পথে নামলেই, দাবড়িয়ে প্রাণ তরাসে করবে;
পুলিশ খুলে নেবে ইসলামের সাদা কিস্তি টুপি।

ছিন্নমূল, ভবঘুরে, বেকার, হকার, রাজনীতিক, টোকাই
যেখানেই দাবি তোলে; যেখানেই আন্দোলন
সাধের বাংলায় সেখানেই ঠোলা-পুলিশ
বুর্জোয়ার কামলা।