নূপুর এখন কার চরণে
বাজছে ঝুমুর ঝুমুর
নূপুর এখন কার হরণে
সইছে গালে কামুর?

পুঁজিতন্ত্রে বসল নিকা
বিয়ের শাড়ি খুলে
বাদুড় নাকি ঢাউস চিকা
পড়ল গলে ঝুলে!

সমাজতন্ত্রে ঠাঁই হল না
পুঁজিবাদের জারজ
লাল বোতলের মাতাল রাত
কাটছে রোজ রোজ।