না আমি চাব না কিছুই তোমার কাছে
না চিবুক না অধরের কালো তিল,
অরণ্যের মতো কেশে জড়াব না বাহু।
তোমার মধুর হাসিটুকু শুধু দিও,
সমুদ্রের মতো চোখদুটো তুলে চেয়ো

না আমি চাব না কিছুই তোমার কাছে
মাঘি পূর্ণিমার রাত কিংবা বসন্তের সকাল
খুব কাছে নির্জনে নেব না বুকে।
শুধু তোমার একান্ত ভাবনার মাঝে
গুন গুন গুন গান হতে চাই।

না আমি কিছুই চাব না তোমার কাছে
কুসুমিত যৌবনের নিটোল ইস্পাত,
লুকানো স্বর্গের সিঁড়ি, সুখের প্রসাদ।

শুধু সেইটুকু দিও
আর কেউ পাবে না যার কোনো ভাগ।