নতুন বছরে নতুন কিছু তো লিখতে হবে
অডিসি অথবা ইলিয়াড নয়
রামায়ণ মহাভারত মেঘনাদবধও নয়
একটি সবুজ কবিতা অন্তত

পৃথিবীর মেরু প্রদক্ষিণ করি
আমেরিকার সেনানিবাস নৌবহর আর
ঘুরি রাশিয়ার গবেষণাগার
ইরানে বড়ই গোলযোগ
তেলখনিগুলি আর সুন্দরী অপ্সরী
কিন্তু কিছুই আমার নতুন উপাদান নয়
তবে এই নদী এই দেশমাতৃকা এই নারী
এই নিসর্গ নিভৃত প্রেম
এ সবই পুরাতন বড় পুরাতন বাজে প্রাণে
অন্তর্গত বেদনায় ছিন্নভিন্ন হতে হতে
পৃথিবীর একমাত্র নতুন শব্দটি
১৯৮০টি অক্ষরে সাজানো শব্দটি
ফুটে উঠেছে কী দ্রুত কলমে আমার
বি প্ল ব