রঙিন সুতায়
বালকবেলায়;
উড়িয়ে ছিলাম
খেলার ঘুড়ি
এখন আমার
ঊর্ধ্ব কুড়ি।

স্মৃতির পাহাড়
বেয়ে ধেয়ে
উঠছি খাড়া
চূড়ায় বেয়ে

রৌদ্রছায়া
লুকোচুরি
গাছেঘাসে
রকমারি।

একজোড়া চোখ
একটিই আদল
দেয় উঁকি দেয়
অদলবদল।

ছলাকলা
নিখুঁত নটীর
নিক্বণ ধ্বনি
কাঁপায় কুটির।