জানি এ তোমার চিরবিদায় নয়,
জানি তুমি খুব শীঘ্র ফিরে আসবে আবার।
এই ঘরগেরস্থালি ছেড়ে খুব বেশিদিন
তুমি দূরে থাকতে পারবে না।
তবু তোমার চলে যাওয়ার করুণ শানাই
একাকার করছে আমার দশদিক।

তোমার সংসার ঘরগেরস্থালি
কেউই আর আমার সঙ্গে ভালো করে কথা বলে না;
আমি কী দিয়ে তাদের মান ভাঙাব?

বাতাসে দুলে ওঠা পর্দায়, দরজার করাঘাতে,
শাওয়ারের ঝ’রে পড়া ফোঁটা-ফোঁটা জলে
স্মৃতিরা গ’লে গ’লে পড়ে বিরহী মোমের মতন।

যতদিন তুমি ফিরে না আসো
আমি কোকিলের মতো ঘরহীন থাকব
যতদিন তুমি ফিরে আসবে না
আমি বাউলের মতো পথে পথে ঘুরে বেড়াব একা।