নষ্ট হলে একটি মানুষ তোমার তাতে কী
এদিক-সেদিক ফিরে তাকাও সুন্দরী ও নারী

আঁধার হলে আকাশখানি নিয়ন বাতির কী
ঝলমলো যে ঠিকরে পড়ে তোমার সোনাদ্যুতি

পশু বলে দিলেই তো গাল হবে না সমাধান
কই সে তোমার ব্যয়বরাদ্দ দয়ার অর্ধপ্রাণ

পাথর গলে হয় না সাগর অনেক আগে জানি
ভালোবাসার ভূতের জন্যে কাঁদে কে পরানখানি

সোনার খনি কিনতে পারে ডলার-মাখা বালি
ভালোবাসার এক শার্টেই এগারো জোড়া তালি

ঘুরে বেড়াই বুকপকেটে খিস্তিখেউড় মাখি
অন্ধ নারী কি দেখ তুমি আত্মমগ্ন পাখি

চোখ-রাঙানো চিঠির ভাষা শাসন স্বৈরাচার
ভালোবাসার ডিঙায় তুলে করলে কাকে পার?

ও আলেয়া, ও মাতারী, ও আদরের ঝি
নষ্ট হলে ভ্রষ্ট শিশু তাতে তোমার কী?