প্রতি বিন্দু রক্তকণা আমার কয়েক কোটি ডলারের বিনিময়ে যদি
কেউ কিনে নিতে চায়, দেব না তো একবিন্দু সেই লোভাতুর হায়নাকে
শুধু এই প্রিয়তম জন্মভূমি মাগো, আমি তোমার জন্যেই শুধু
আমার বুকের সবটুকু রক্ত ঢেলে দেব পদ্মা মেঘনা যমুনার জলে!

আমার বুকের রক্ত যদি ধুয়ে মুছে দেয় এই মাটির সমস্ত ক্লেদ
আমি এই নদী জল বৃক্ষ ফুল ফল পাখি এসব কিছুর জন্যে
একদিন হাসিমুখে অস্ত্র হাতে যুদ্ধে যাব।

আমি জানি রক্তদানের পুণ্যেই শুধু তোমার মুখে হাসি ফুটবে মাগো
শিউলি বকুল প্রিয় ফুল শুধু সেইদিন খোঁপায় গুঁজবে সুখে তুমি।

আমি জানি শুধু এই দেহের রক্তের বিনিময়ে আমাদের সন্তানেরা
একদিন মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবে সমান অধিকারে,
আমি আমার দেহের সবটুকু রক্ত তাই তোমার জন্যে রেখেছি মা।

১৪.৩.৭৮
সিরাজগঞ্জ।