তোমার আর কী কী আছে?
গোলাপি ঠোঁটের হাসি, বিদ্যুৎ চাহনি,
অধরের কালো তিল, লালিম গালের টোল।
তোমার আর কী কী আছে?
মেঘলা চুলের ঢেউ
মরাল গ্রীবার ভঙ্গি
সুপুষ্ট বাহুর দ্যুতি।

তোমার আর কী কী আছে
উদগ্র স্তনের উন্নত উদ্ভাস
সুগোল ঊরুর শিল্পশোভা
সুকোমল সন্ধিস্থল।

তোমার আর কী কী আছে
মসৃণ ত্বকের কোষে কোষে লুকানো উত্তাপ
ঝ’রে ঝ’রে পড়ে লাবণ্যের বিভা।

তোমার আর কী কী আছে?
সমস্ত শরীর তন্ন তন্ন করে খুঁজে
কোথাও আমি তো এতটুকু মনও পেলাম না!