তুমি চলে গেছ
সোল্লাসে তাই
তুড়ি মেরে বলে উঠি
প্রেম জিন্দাবাদ
দীর্ঘজীবী হোক ভালোবাসা

তুমি চলে না গেলে
চালের বস্তায়
ডানোর কৌটায়
বন্দি হত প্রেম
কসাইয়ের দোকানে
ঝুলে থাকত ভালোবাসা।
তুমি চলে না গেলে পেঁয়াজ মরিচ
রসুনের মতো
পাটায় পিষে যেত প্রেম
আলুভর্তা
হত ভালোবাসা

তুমি চলে না গেলে
বিছানা-বালিশ
চাদরে-ওয়ারে
কুঁচকে যেত প্রেম
বাচ্চার গু-মুতে
সর্দি-কাশি-বমি
মাখামাখি হত ভালোবাসা।

তুমি চলে গেছ
তাই
বেঁচে গেছে প্রেম।