তুমি কি আসবে?
তোমার আসার গোপন সংবাদে
শহরের সমস্ত সবুজ বৃক্ষ বসন্তের নতুন ছোঁয়ায়
আরো সবুজ সজীব হয়ে উঠেছে
আরো প্রগাঢ় রঙিন হয়ে ফুটছে বাগানে ফুল
সারারাত সারাদিন গানে গানে আকাশ বাতাস
মুখরিত করে তুলেছে পাখিরা।

তুমি কি আসবে?

তোমার আসার পথে পথে
চুপি চুপি বিছিয়ে দিয়েছি টকটকে লাল হৃদয় গালিচা
অবিশ্রান্ত ধারায় আকাশ থেকে ঝরতে থাকবে পুষ্পবৃষ্টি
পথ ছেড়ে দেবে প্রতিটি যানবাহন
করতালি আর হর্যধ্বনিতে দুপাশে ফেটে পড়বে মানুষ।

তুমি কি আসবে?

তোমার শুভাগমনে
দারিদ্রপীড়িত বাংলাদেশের
ততোধিক দরিদ্র কবির নিঃস্ব রিক্ত
একাকী নিঃসঙ্গ দুঃখী ছিন্ন ভিন্ন রক্তাক্ত জীবন
ক্ষণকালের জন্য হলেও
কী ভীষণ মধুর আনন্দে যে নেচে উঠবে
আহা যদি তুমি তা জানতে!

তুমি কি বুঝবে সারাজীবনে তোমার সবচে
স্মরণীয় মুহূর্ত সৃষ্টি হতে যাচ্ছে?

তুমি কি আসবে?