তুমি আছ পাশে, জানলে পৃথিবী জয়ের নতুন আশা জাগে।

তুমি সত্যি আছ আমার পাশে? কই আমি তো দেখতে পাচ্ছি না!
কোথায় তুমি? কোন্ দ্রাঘিমায়? কোন্ নক্ষত্রালোকে? কোন্ চন্দ্রভূমে?
আমি কি অন্ধ? আমি কেনো তোমায় দেখতে পাচ্ছি না?
এত অন্ধকার কেন আমার দুচোখে?
আমি তো দুচোখ ভরে তোমাকেই দেখতে চাই শুধু!

কতদিন আমি কিছুই দেখি না, না নদী না স্রোত
কতদিন অবগাহন করি না সুশীতল অগ্নিজলে, পান করি না
সুমিষ্ট সুপেয় ঝর্ণামৃত কতদিন দেখি না সুউচ্চ পাহাড়ের
নয়নাভিরাম শৃঙ্গ, কতদিন আমি ঘুরে বেড়াইনি
সুকোমল সুবিন্যস্ত উপত্যকার সমতটে।

তুমি কোথায়? কত দূরে? আমি তোমায় দেখতেই চাই
তুখোড় আলোর ঝর্নাধারায়; তুমুল চন্দ্রালোকে
ভূমণ্ডল আলোকিত সহস্র আগুনের ফণায় ফণায়
তিমির বিনাশী গানে গানে
তুমি এসো, আমার পাশে এসো, আমাকে নাও।

আমাকে দেখাও অপূর্ব, অশ্র“ত অসম্ভব অজানা
সৃজন আলোয় উদ্ভাসিত আলোকিত আলোর জগৎ

তুমি আছ? তুমি কি সত্যি আমার পাশে আছ?